Wednesday, May 31, 2023
জাতীয় সংবাদ৩৬ উপগ্রহের সফল উৎক্ষেপণ

৩৬ উপগ্রহের সফল উৎক্ষেপণ

শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে ৩৬ কৃত্রিম উপগ্রহ  নিয়ে একটি রকেট লঞ্চ করেছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, ওয়ানওয়ে ইন্ডিয়া-২ মিশনের অধীনে এই স্যাটেলাইটগুলি উত্ক্ষেপণ করা হয়েছে।

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মার্ক-৩ রকেটের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে কৃত্রিম উপগ্রহগুলিকে। ইসরো এই রকেট উৎক্ষেপণের মাধ্যমে ব্রিটেনের একটি সংস্থার উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে। ইসরোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, লোয়ার আর্থ অরবিটে এই স্যাটেলাইট গুলি পাঠানো হবে। গত বছরও এই সংস্থার একাধিক স্যাটেলাইট উত্ক্ষেপন করেছিল ইসরো। ৩৬টি স্যাটেলাইট পাঠানোর পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে ধন্যবাদ জানিয়েছে ব্রিটেনের সংস্থা ওয়ানওয়ে। উল্লেখ্য, এই লঞ্চের মাধ্যমে মহাকাশে ওয়ানওয়ের ৬১৬টি স্যাটেলাইট প্রতিস্থাপিত হয়েছে। এর আগে গত ২৩ অক্টোবর ওয়ানওয়ের ৩৬টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল ইসরো।

More News

ইসরোর নতুন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

0
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি রকেটের সাহায্যে নতুন নেভিগেশন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা...

বিজ্ঞানের মূল কথা ছিল বেদে : ইসরো

0
বেদেই লেখা ছিল বিজ্ঞানের মূল কথা। সেখান থেকেই আধুনিক বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। এমনই মন্তব্য করেছেন...

সিঙ্গাপুরের দুটি স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে বসালো ইসরো

0
ইসরোর হাত ধরে মহাকাশে আবারও ইতিহাস গড়ল ভারত। সিঙ্গাপুরের দুটি কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে প্রেরণ...