৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ক্যালিফোর্নিয়া। মার্কিন ভূবিজ্ঞান সর্বেক্ষণ সংস্থা জানিয়েছে সান দিয়েগোর কাছে ৫ দশমিক ২ মাত্রার একটি কম্পন প্রাথমিকভাবে আঘাত হেনেছিল।
যার উৎসস্থল ছিল সান দিয়েগো থেকে প্রায় ২ মাইল গভীরে। জানা গিয়েছে, কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে অরেঞ্জ কাউন্টি, টেমেকুলা, ইনল্যান্ড এম্পায়ারের মতো এলাকাকেও। তবে ভূমিকম্পে কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের দাবি সাম্প্রতিক সময়ে ভূমিকম্পগুলির মধ্যে এটি সবচেয়ে বড় ছিল। ভূমিকম্পের আঁচ পেতেই বাড়িগুলি থেকে আতঙ্কিত বাসিন্দারা নীচে নেমে আসেন।