!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    HomeNewsdeskসীমান্ত সমস্যা নিয়ে সরব জয়শঙ্কর

    সীমান্ত সমস্যা নিয়ে সরব জয়শঙ্কর

    Published on

    সাম্প্রতিক খবর

    নরেন্দ্র মোদীর তৃতীয় জমানায় বিদেশমন্ত্রী হিসাবে কাজ শুরু করেই এস জয়শঙ্কর ভারতের দুই পড়শি দেশ চিন এবং পাকিস্তান নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। জয়শঙ্কর বলেছেন, ভারত এবং পাকিস্তান নিয়ে উদ্বেগ রয়েছে।

    তবে দু’দেশের সঙ্গে সম্পর্ক আলাদা এবং সমস্যাও ভিন্ন।চিনের বিষয়ে অবশ্যই সীমান্ত সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেবেন।পাশাপাশি তিনি এও মনে করিয়ে দিয়েছেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বে ভারত কতটা এগিয়েছে।প্রধানমন্ত্রী মোদীর জমানাতেই বিদেশনীতি এক অন্য মাত্রায় পৌঁছেছে বলেও দাবি করেছেন জয়শঙ্কর।সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক বিষয় নিয়ে তাঁর ভাবনা তুলে ধরেছেন বিদেশমন্ত্রী।পাকিস্তান, চিনের সঙ্গে সম্পর্ক উন্নতির পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে একটি স্থায়ী সদস্যপদ নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেছেন, তিনি সম্পূর্ণ আশাবাদী, আগামী দিনে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিদেশনীতি আরও সফল হবে। বিশ্বে ভারতের প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটি শুধুমাত্র ভারতের উপলব্ধি নয়, অন্য দেশগুলিও মনে করে ভারত সত্যি তাদের বন্ধু। তারা দেখেছে, জি২০ সম্মেলনে ভারত কী ভাবে সভাপতিত্ব করেছে। ভারতের দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে শীঘ্রই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাবে ভারত, এই আশাও প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।এর পরই ভারত-চিন সীমান্ত বিরোধ প্রসঙ্গেও কথা বলেছেন জয়শঙ্কর। তাঁর কথায়, যে কোনও গণতান্ত্রিক দেশে পর পর তিন বার নির্বাচিত হওয়া খুবই বড় ব্যাপার। ভারতে যে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, তা বিশ্ববাসী বুঝতে পারছেন।

    Your ad here

    আরো খবর