Tuesday, April 23, 2024
Sportsরাঁচি টেস্টে নেই বুমরাহ

রাঁচি টেস্টে নেই বুমরাহ

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম তিন টেস্টেই খেলেছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। দুর্দান্ত পারফরম্যান্স করে বল হাতে আলো ছড়িয়েছেন তিনি।

দুই টেস্ট জয়ের অন্যতম নায়কও জাসপ্রীত বুমরাহ। তবে ওয়ার্কলোড কমাতে রাঁচিতে চতুর্থ টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।জানা গেছে,রাজকোট টেস্ট শেষে বুমরাহ আহমেদাবাদে নিজের বাড়িতে যাবেন। অন্যদিকে, মঙ্গলবার রাঁচির উদ্দেশে রওয়ানা করছে ভারত দল।এর আগে, বিশাখাপট্টনমে বিশ্রাম দেওয়া হয়েছিল আরেক পেসার মোহাম্মদ সিরাজকে।রাঁচিতে বুমরাহর জায়গায় নতুন করে কাউকে দলে নেয়ার সম্ভাবনা খুবই কম। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলতে দল থেকে ছুটি দেওয়া মুকেশ কুমার যোগ দিতে পারেন দলের সঙ্গে। অন্যদিকে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রেয়াস আইয়ার। ব্যক্তিগত কারণে খেলছেন না প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও।

More News

টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরা

0
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা। শুধু বিশ্বকাপই নয়, বেশ কয়েক মাস তাঁকে তাঁকে...