ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ম্যানচেস্টার সিটি ছেড়ে আর্সেনালে যোগ দিলেন। ইতিমধ্যে তার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়ে গেছে আর্সেনালের।
সাড়ে চার কোটি পাউন্ডের বিনিময়ে সিটি থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে দলে আনছে আর্সেনাল। ২০২৭ সাল পর্যন্ত আর্সেনালের সঙ্গে চুক্তি করছেন জেসুস।এমনই জানিয়েছেন দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো।সাড়ে পাঁচ বছর আগে পালমেইরাস থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লেখান ব্রাজিলিয়ান স্ট্রাইকার,গ্যাব্রিয়েল জেসুস।এবার তিনি পাড়ি জমাচ্ছেন লন্ডনে।ম্যানসিটি চলতি দলবদলের সিজনে বরুশিয়া ডর্টমুন্ড থেকে আর্লিং হ্যালন্ডকে কিনেছে।জেসুস সেজন্য ক্লাব ছেড়েছেন। গ্যাব্রিয়েল জেসুসকে কিনতে টটেনহ্যাম, চেলসি, রিয়ার মাদ্রিদ ও বার্সেলোনা আগ্রহ প্রকাশ করেছিল।