প্রাথমিকে আবারও চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এর আগে বেআইনিভাবে নিয়োগ হওয়া ২৬৯ জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরে ২৬৯ জন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন। এরপর দেশের শীর্ষ আদালত ২৬৯ জনের বক্তব্য শুনতে হাইকোর্টকে নির্দেশ দেয়। সেইমত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেছিলেন শিক্ষকরা। ৫৪ জন হলফনামা জমা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সবার বক্তব্য খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। ১ জনকে ১০ হাজার টাকাও জরিমানা করে হাইকোর্ট।