দুপুরে চাকরির দাবিতে টেট উত্তীর্ণদের রুটি হাতে বিক্ষোভ আর বিকেলে এসএলএসটি চাকরিপ্রার্থীদের শিক্ষামন্ত্রীর বাড়ি যাওয়ার চেষ্টা। তারই মাঝে আবার মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনে আর বিকাশভবনে চুক্তিভিত্তিক শিক্ষকদের একাংশের। চাকরিপ্রার্থীদের দিনভর বিক্ষোভে উত্তপ্ত কলকাতা।
২০১৪-য় পাস করেও চাকরি না পাওয়ার অভিযোগে নবান্নর সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রাথীরা। সেই মিছিল পুলিশ আটকে দিলে রাস্তায় বসে পড়েন বিক্ষোভ কারীরা। স্লোগান দিতে থাকেন তারা। এরপর পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করলে বচসা শুরু হয়। এরপর চ্যাংদোলা করে টেনে হিঁচরে বিক্ষোভকারীদের আটক করা হয়। অন্যদিকে মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় ২০১৮-য় পরীক্ষায় পাস করেও বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। এদিকে আচমকাই বিকাশভবনের ভিতরে ঢুকে পড়েন চুক্তিভিত্তিক শিক্ষকদের একাংশ। বিকাশভবনের ভিতরে ঢুকে চুক্তিভিত্তিক শিক্ষকরা শিক্ষামন্ত্রী দফতরে যাওয়ার চেষ্টা করলে আটকায় পুলিশ। ১৫ জন উচ্চমাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক আটক করেছে বিধাননগর পুলিশ। এদিকে বিকেলে এসএলএসটি চাকরি প্রার্থীরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে আটকে দেয় লেকটাউন থানার পুলিশ। রাস্তাতেই বসে পড়েন বিক্ষোভকারীরা। বিক্ষোভ সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।