মনোনয়ন জমাপর্বের আগে বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে তৃণমূল সমর্থকদের জয়ে বাংলা, পাল্টা ভারত মাতা কী স্লোগানিংয়ে উত্তপ্ত দিনহাটা। যুযুধান দুপক্ষের বাক্য বিনিময়ে উপনির্বাচন ঘিরে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি।
শুক্রবার দলের কর্মী, সমর্থকদের সঙ্গে বাড়ি থেকে মিছিল করে মনোনযনপত্র জমা দিতে বেরিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। মহকুমাশাসকের দফতরের কিছুটা আগে প্রচার কর্মসূচি চলছিল তৃণমূলের। তার মধ্যেই বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার জন্য মহকুমাশাসকের দফতরের দিকে এগোতে শুরু করেন। আর এই সময়ে বিজেপি প্রার্থীকে দেখেই উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকেরা জয় বাংলা স্লোগান তোলার পাশাপাশি তাঁকে উদ্দেশ্য করে বিক্ষোভও শুরু করেন। এই অবস্থায় বিজেপি সমর্থকেরাও পাল্টা ভারত মাতা কী জয়, স্লোগান তোলেন। উল্লেখ্য, শুক্রবার মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। আর শেষ দিনে কালী মন্দিরে পুজোর পর ঢাকের বাদ্যিতে বর্ণময় শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দিয়েছেন শান্তিপুরের উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। মনোনয়নপত্র জমা দিয়েছেন গোসাবার বিজেপি প্রার্থী পলাশ রানাও। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে পায়ে হেঁটে মিছিল করে মনোনয়ন জমা দিয়েছেন শান্তিপুরের কংগ্রেস প্রার্থী রাজু পাল।