Sunday, June 4, 2023
Top Newsদিদির দূত- বিক্ষোভের মুখে জুন-বীরবাহারা

দিদির দূত- বিক্ষোভের মুখে জুন-বীরবাহারা

গ্রামে গ্রামে দিদির দূতদের ঘিরে বিক্ষোভ চলছেই। পটাশপুরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক অভিনেত্রী জুন মালিয়া।

গোকুলপুরে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেওয়ার সময় এলাকাবাসী তাঁকে ঘিরে ধরেন। রাস্তা, পানীয় জল সহ একাধিক সমস্যা নিয়ে ক্ষোভ জানান। বারবার জনপ্রতিনিধিদের অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি বলে দাবি গ্রামবাসীদের। বিক্ষোভের মুখে পড়েছেন সাঁতালি অভিনেত্রী তথা মন্ত্রী বীরবাহা হাঁসদাও। ঝাড়গ্রামের নলবানা গ্রামে গেলে রাস্তা, পানীয় জল, আবাস যোজনার বাড়ি সহ একাধিক দাবি নিয়ে বীরবাহাকে ঘিরে ধরে অভিযোগ জানাতে থাকেন। একই অবস্থা বোলপুরের সাংসদ অসিত মালের। মযূরেশ্বরের বিধায়ক অভিজিত্ রায়কে কেন এলাকায় দেখা যায় না তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। আবাস নিয়োগে দুর্নীতি থেকে স্থানীয় হাসপাতালে পরিষেবা না পাওয়া, দিদির দূত সাংসদকে কাছে পেয়ে একের পর এক অভিযোগ করতে থাকেন ময়ূরেশ্বর এলাকার মানুষ।

More News

অভিষেকের কনভয়ে কুড়মি রোষ, ভাঙল মন্ত্রী বীরবাহা-র গাড়ির কাচ

0
অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারে শালবনিতে ভাঙল মন্ত্রীর গাড়ি, মার খেলেন আইসি। বাঁকুড়ার পর ঝাড়গ্রাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সরাসরি মুখ্যমন্ত্রী, জনসংযোগের নতুন কর্মসূচি তৃণমূলের 

0
দিদিকে বলোর পর এবার সরাসরি মুখ্যমন্ত্রী। পাত্রসায়রের ভার্চুয়াল সভায় নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী...

বনগাঁয় ফের বিধায়ক বিশ্বজিত্কে ঘিরে বিক্ষোভ

0
বনগাঁয় আবারও বিক্ষোভের মুখে দিদির দূত বিধায়ক বিশ্বজিত্ দাস। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সংস্কার না...