Warning: Constant WP_MEMORY_LIMIT already defined in /home/customer/www/snewz.in/public_html/wp-config.php on line 105
কাছাকাছি দেব-ইশা,  প্রসেনজিৎও  - S Newz
Friday, December 9, 2022
বিনোদনকাছাকাছি দেব-ইশা,  প্রসেনজিৎও 

কাছাকাছি দেব-ইশা,  প্রসেনজিৎও 

ইশা সাহার কাছাকাছি দেব, আর হাজারো মুখোশের ভিড়ে প্রসেনজিৎই দেবের কাছের মানুষ। প্রকাশ্যে এসেছে, কাছের মানুষ ছবির অফিসিয়াল পোস্টার।
দেখা গিয়েছে,পোস্টারে মিশে রয়েছে কলকাতার নস্টালজিয়া৷ যদিও ছবির গল্প নিয়ে খুব বেশি আভাস মেলেনি। তবে কাছের মানুষ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হোক বা দেব এবং ইশা সাহা। তিনজনেরই সাদামাটা পোশাক দেখে বেশ ভালোমতোই বোঝা গিয়েছে সাধারণ মানুষের গল্প বলতে চলেছে এই পারিবারিক ছবি। জানা গিয়েছে দেব, ইশা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। এদিকে, বাঘাযতীন ছবির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছেন দেব। আর আগামী ৩০ সেপ্টেম্বর পথিকৃৎ বসু পরিচালিত কাছের মানুষও মুক্তির অপেক্ষায়। সবমিলিয়ে, দেব এখন সপ্তম স্বর্গে। বলছেন সমালোচকরাই।

More News

সংসদে ঘাটাল নিয়ে সরব দেব

0
সংসদে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব দেব। তৃণমূল সাংসদ দীপক অধিকারীর প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী...

আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এবার টনিক

0
গোয়ায় ৫৩ তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে টনিক। এই সু খবরটা ফ্যানেদের নিজেই জানিয়েছেন...

জিতের সঙ্গে সুস্মিতার রোম্যান্স

0
সুস্মিতা চট্টোপাধ্যায়ের ইন্ডাস্ট্রিতে তাঁর বয়স মাত্র দেড় বছর।এর মধ্যেই টলিপাড়ার বড় বড় অভিনেতাদের সঙ্গে একই...