Tuesday, September 26, 2023
বিনোদনকাজল-অজয়ের মেয়ের আসল নাম

কাজল-অজয়ের মেয়ের আসল নাম

অজয় দেবগান ও কাজলের মেয়ে নায়সা, বলিউডে এখন অন্যতম চর্চার বিষয়।শিগগিরই ২০ বছরে পা দেবেন নায়সা। এখনও বলিউডে অভিষেক হয়নি তার। তবু সারাক্ষণ রয়েছেন প্রচারের আলোয়।

নায়সা খোলামেলা স্বভাবের। রূপচর্চার থেকে জীবনযাপন,নানা কারণে তিনি চর্চায় থাকেন। বন্ধুবান্ধব নিয়ে হইহুল্লোড় করা হোক, কিংবা নিশিযাপনের অনুষ্ঠান,সর্বত্র মধ্যমণি অজয়-কন্যা। তাই আলোকচিত্রীরাও পিছন ছাড়েন না নায়সার।সারক্ষণই প্রায় ক্যামেরার সামনে। রেস্তরাঁ থেকে পানশালা, যেকোনও মুহূর্তেই ক্যামেরাবন্দি নায়াসা।বেশ কয়েকবার অসংলগ্ন অবস্থায় দেখা গিয়েছে নায়সাকে। তবু নায়সার যে আলাদা জনপ্রিয়তা রয়েছে, তা অস্বীকার করার জো নেই। তবে এত দিন তাকে নায়সা বলেই চিনতেন সকলে। অবশেষে মুখ খুলেছেন তারকা-কন্যা।বন্ধু ওরহান অবত্রমানির সঙ্গে নৈশভোজ শেষে রেস্তরাঁ থেকে বের হন। চারপাশে তাকে প্রায় ছেঁকে ধরেন আলোকচিত্রীরা। নায়সা, নায়সা বলে চিৎকার করতে থাকেন। গাড়িতে ওঠার সময় কাজল-কন্যা বলেন তাঁর নাম নায়সা নয়, নিসা।যদিও এতদিন সকলে নায়সা বলেই চিনতেন তাকে। শেষমেশ নিজের নামের ভ্রম সংশোধন করলেন কাজল-অজয় কন্যা।

More News

স্ত্রী-কন্যাকে কুপিয়ে খুন, থানায় আত্মসমর্পণ স্বামীর 

0
স্ত্রী ও কন্যা সন্তানকে কুপিয়ে খুন করে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর...

বিষ খেয়ে মা-মেয়ের আত্মহত্যা

0
মা-মেয়ের বিষ খেয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাঁচরাপাড়ায়। খবর পেয়ে বীজপুর থানার পুলিশ কাঁচরাপাড়ার ২১...

স্ত্রী-মেয়ে খুন করে আত্মঘাতী প্রাক্তন সেনা কর্মী 

0
স্ত্রী এবং মেয়ের গলা কেটে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন এক প্রাক্তন সেনাকর্মী। ঘটনাটি ঘটেছে...