Monday, September 25, 2023
বীরভূমখুন হওয়ার আশঙ্কা প্রকাশ কাজল শেখের 

খুন হওয়ার আশঙ্কা প্রকাশ কাজল শেখের 

ঘরে-বাইরে শত্রু, যার ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের নেতা কাজল শেখ। তার কথায়, তিনি বাড়ি থেকে বেরনোর সময় তার মা শঙ্কিত থাকেন।
হয়ত ছেলেটা আর ফিরে আসবে না। যে কোনও মুহূর্তে, যে কোনও স্থানে তার প্রাণহানি ঘটতে পারে। তবে, তিনি এ সমস্ত কিছুতে ভয় করেন না, এমনই দাবি বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের। তৃণমূল নেতার এহেন মন্তব্যকে হাতিয়ার করে সরব হয়েছে বিরোধীরা। তাঁদের দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই খুনের ভয় পাচ্ছেন কাজল শেখ।

More News

কেন্দ্রীয় বাহিনী আসবে, দুদিন পর চলে যাবে, হুমকি কাজলের

0
কেন্দ্রীয় বাহিনী আসবে, দুদিন পর চলে যাবে। তারপর কে থাকবে। এবার হুমকির সুর বীরভূমের তৃণমূল...

বিরোধীদের লাঠি-ঝাঁটা মারার নিদান কাজলের 

0
পঞ্চায়েত ভোটের আগে ফের শাসকদলের আরও এক নেতার মুখে বিরোধীদের ঝেঁটিয়ে তাড়ানোর হুঁশিয়ারি। ভোট চাইতে...