Monday, July 22, 2024
Top Newsহিন্দি ছবিতে কমলেশ্বর

হিন্দি ছবিতে কমলেশ্বর

পরিচালক ও অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্য়ায়কে এবার হিন্দি ছবিতে দেখা যাবে। পরিচালক অর্ণব চট্টোপাধ্যায়ের নতুন ছবিতে পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা যাবে কমলেশ্বরকে।

এই ছবি নিয়ে বলতে গিয়ে কমলেশ্বর জানিয়েছেন, অর্ণবের এই ছবি একেবারেই থ্রিলার ধর্মী একটি ছবি। এই ছবিতে এসপি বক্সীর চরিত্রে অভিনয় করছেন।কাজ করে ভীষণ ভাল লেগেছে।মণীশ চৌধুরী, সুব্রত দত্ত, বরুণ চন্দ অভিনয় করেছেন অন্যান্য চরিত্রে।জানা গিয়েছে,উত্তরবঙ্গেও হবে এই ছবির শুটিং।নতুন এই হিন্দি ছবির পরিচালক অর্ণব  চট্টোপাধ্যায় জানিয়েছেন, ছবিতে কমলেশ্বর মুখোপাধ্যায়ের উপস্থিতির মাধ্যমে দর্শককে চমক দিতে চেয়েছিলেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম সারির পরিচালক তো বটেই, অভিনেতা হিসাবেও তিনি কমলেশ্বর দারুণ। তাই কমলেশ্বর প্রথম থেকেই তাঁর পছন্দ ছিল। আপাতত,এই ছবি নিয়ে বিশেষ কিছু জানাতে নারাজ পরিচালক অর্ণব  চট্টোপাধ্যায়। তবে জানা গিয়েছে,ইতিমধ্যেই ৭ দিনের শুটিং করে ফেলেছেন তিনি। আরও ৩৫ দিন শুটিং বাকি। আগামী বছরে শুরুতে মুক্তি পাবে এই ছবি। এর আগে ২০২০ সালে আনসেড ছবিটি পরিচালনা করেছেন তিনি।এই ছবি ছাড়াও, সৃজিতের টেক্কাতে পুলিশের চরিত্রে দেখা যাবে কমলেশ্বরকে। তাঁর ঝুলিতে রয়েছে বেশ কিছু সিরিজের কাজও।

More News