অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের,নিয়মিত আলোচনা-সমালোচনায় থাকা যেন অভ্যাসে পরিণত হয়েছে। দেশ-বিদেশের নিত্যনতুন একাধিক বিষয়ে মন্তব্য শোনা যায় তার মুখে।
আর সেসব করেই পড়েন তুমুল বিতর্কে। তবে সিনেমার পাশাপাশি আরো একাধিক বিষয়ে নিজেকে ব্যস্ত রাখেন কঙ্গনা। কখনো রিয়ালিটি শো তো কখনো আবার পরিচালক হয়ে সামনে আসেন।তবে এ সব কিছুর মধ্যে সবচেয়ে আলোচিত যে বিষয়টি,সেটি হচ্ছে অভিনেত্রীর লাইফস্টাইল।কঙ্গনা রানাওয়াতের লাইফস্টাইল বড় বড় অভিনেতাদেরও হার মানায়।শুধু লাইফস্টাইল না, অভিনেতাদের মতো কোটি টাকার গাড়ি চড়তেও পছন্দ করেন কঙ্গনা।১৬ বছর বয়সে বাড়ি ছেড়ে যাওয়া অভিনেত্রী কঙ্গনা আজ শুধু কোটি কোটি টাকা সম্পত্তির মালিকই নন, কয়েক কোটি টাকার অডি-বিএমডাব্লিউর মতো বিলাসবহুল গাড়িরও মালিক। সাদা রঙের ঝাঁ চকচকে বিএমডাব্লিউ ৭ সিরিজ ৭৩০এলডি গাড়ি রয়েছে তার কাছে। মিডিয়া রিপোর্টের দাবি, এই বিলাসবহুল গাড়ি তিনি কেনেননি বরং উপহার দেওয়া হয়েছে। ভারতে বিক্রি হওয়া বিএমডাব্লিউর গাড়িগুলোর প্রিমিয়াম এডিশন এই মডেল। এই মডেলে জার্মান সংস্থা দিয়েছে ৩ লিটার টুইন পাওয়ার টার্বো লাইন ৬ সিলিন্ডার ইঞ্জিন। যা ২৬২ ব্রেক হর্সপাওয়ার এবং ৬২০ এনএম টর্ক তৈরি করে। শূন্য থেকে ১০০ কিমি গতি স্পর্শ করতে বিএমডাব্লিউ ৭ সিরিজ ৭৩০এলডি গাড়ির সময় লাগে মাত্র ৬.২ সেকেন্ড। সর্বোচ্চ গতি ২৪৬ কিমি প্রতি ঘণ্টা।জার্মানির আরো এক নামি অটোমোবাইল সংস্থা অডি ভারতে একাধিক গাড়ি কেনা-বেচা করে। যার মধ্যে একটি অডি কিউ ৩। কঙ্গনা রানাওয়াতকে বিভিন্ন সময় এই গাড়ি চড়তে দেখা গেছে। এতে রয়েছে ২ সিলিন্ডার ৪ সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৮১ হর্সপাওয়ার এবং ৩৮০ এনএম টর্ক উৎপন্ন করে।অন্যদিকে,অডি কিউ ৩ গাড়িটি শূন্য থেকে ১০০ কিমি গতি তুলতে সময় নেয় কেবল ৭.৯ সেকেন্ড।গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২১৯ কিলোমিটার। এই স্পোর্টব্যাক গাড়ির অন্যতম আকর্ষণ এটির ডিউ সিলভার ম্যাট ফিনিশ। এছাড়া মার্সিডিজ বেঞ্জের এসইউভি জিএলই ৩৫০ডি, এই বিলাসবহুল গাড়ি রয়েছে কঙ্গনা রানাওয়াতের কালেকশনে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জাজমেন্টাল হে ক্যায়া ছবির সাফল্যের পর এই গাড়ি নিজেকে উপহার দেন অভিনেত্রী কঙ্গনা। ৩ লিটার ৬ সিলিন্ডার ইনলাইন ৪ টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন আছে গাড়িতে। সঙ্গে পাওয়া যায় অল হুইল ড্রাইভের, এডাব্লিউডি বৈশিষ্ট্য।গাড়িটি সর্বোচ্চ ৩৬০ ব্রেক হর্সপাওয়ার এবং ৫০০ এনএম টর্ক উৎপন্ন করে। জিএলই গাড়ির ড্রাইভিং রেঞ্জ ১১৩৫ কিমি। সর্বোচ্চ গতিবেগ ২৫০ কিমি প্রতি ঘণ্টায়।