Monday, September 25, 2023
বিনোদনসাইফ সেরা অভিনেতা : কারিনা

সাইফ সেরা অভিনেতা : কারিনা

সাইফ আলি খান সেরা অভিনেতা, এমনটাই মনে করেন তার স্ত্রী ও বলিউড ডিভা কারিনা কাপুর। সম্প্রতি নিজের স্বামীকে সেরা অভিনেতাদের একজন বলেই দাবি করেছেন কারিনা। সম্প্রতি অভিনেতা সাইফ আলী খানের তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কারিনা কাপুর।

ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন যে,তার স্বামী তার সেরা ছবি তুলেছেন।কারিনা আরো লিখেছেন যে সাইফ তার দেখা সেরা অভিনেতাদের একজন।ইনস্টাগ্রামে কারিনা লিখেছেন, তাঁর দেখা সেরা অভিনেতা হওয়ার পাশাপাশি সাইফ আলি খান সেরা ছবিও তোলে।এরপর ওয়ার্কআউটে যাবার কথা উল্লেখ করে ফ্যানদের বিদায় জানিয়েছেন অভিনেত্রী।সাইফের তোলা ছবিতে দেখা যাচ্ছে একটি অলঙ্কৃত কাঠের দরজার ভেতরে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছেন কারিনা।তিনি ধূসর ওয়ার্কআউট শর্টস এবং নিয়ন সবুজ স্নিকার্স সহ একটি সাদা টি-শার্ট পরেছিলেন।২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন সাইফ-কারিনা।সাইফের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলেও বেশ জমিয়ে সংসার করছেন দুজন। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে।তাদের নাম তৈমুর এবং জেহ।কারিনা বর্তমানে তার আসন্ন প্রজেক্ট দ্য ক্রু-এর শুটিং করছেন।এতে আরো অভিনয় করছেন টাবু, কৃতি স্যানন ও রাজকুমার রাওয়ের মতো তারকা।সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর,মোনাকোতে এফ ওয়ান গ্র্যান্ড প্রিক্স ২০২৩-এ অংশ নিয়েছিলেন। প্রথমবারের মতো কারিনা এফ ওয়ান ইভেন্টে যোগদান করেন।

More News

থ্রেডসে চলবে না রাজনীতি বা সংবাদ

0
বেশকিছু বিতর্কিত উদ্যোগের কারণে উল্লেখযোগ্য হারে কমেছে টুইটারের ইউজার। ফলে প্রতিযোগী মেটা বিকল্প প্ল্যাটফরম তৈরিতে এগোতে...

‘কনটেন্ট লোডে দেরি’ করাচ্ছে এক্স

0
ফেসবুক, ইনস্টাগ্রাম ও ব্লুস্কাইয়ের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম এবং রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমসের মতো সংবাদ...

ইনস্টাগ্রামে বিশ্বরেকর্ড রোনাল্ডোর 

0
ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার হিসেবে নতুন রেকর্ড গড়লেন আল নাসরের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বিশ্বের...