৪২এ পা দিলেন করিনা কাপুর খান। ছোট্ট জেহ-র হাত ধরে কেক কেটেছেন করিনা। সকালে পরিবার অর্থাৎ সইফ আলী খান, দুই ছেলে তৈমুর, জেহ আর করিশ্মা কাপুরদের সঙ্গে জমিয়ে সেলিব্রেট করেছেন করিনা।
এদিন বাবা রণধীর কাপুরের বাড়িতেই আয়োজিত হয়েছিল বার্থডে পার্টি। এরপর সন্ধ্যে বেলা ঘনিষ্ঠ বন্ধুদের আনাগোনা তো লেগে ছিলই। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন মনীশ মালহোত্রা, করণ জোহর, মালাইকা অরোরা, রণবীর কাপুর, আলিয়া ভাট সহ অনেকেই। বেবোর বার্থডে ব্যাশের মুহূর্তগুলোও এই মুর্হুর্তে বেশ ভাইরাল হয়েছে। মনীশ মালহোত্রা, করিশ্মা কাপুরের সোশ্যাল অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা যাচ্ছে বোল্ড ব্ল্যাক ড্রেসে মধ্যমণি করিনা কাপুর খান। সারা আলী খান এবং ইব্রাহিম এদিন করিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। সাথে নেটিজেনদের রাশি রাশি শুভেচ্ছা তো রয়েছেই।