মর্যাদার সঙ্গে রাজ্যজুড়ে পালন করা হয়েছে কার্গিল দিবস। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে অমর জওয়ান জ্যোতিতে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর রাজপুত রেজিমেন্টের সৈন্যরা বিউগল বাজিয়ে শহিদ স্মরণ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার বিজেপি নেতা উমেশ রাই, আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, হাওড়ার প্রাক্তন মেয়র ডাক্তার রথীন চক্রবর্তীরা। হাওড়ার পাশাপাশি বিভিন্ন জেলাতেও কার্গিল শহিদদের স্মরণ করা হয়েছে। ২৩ বছর আগে ভারতের যোদ্ধারা কার্গিলের পাহাড়ে বিজয়ের গল্প লিখেছিলেন। ভারতীয় সেনাদের প্রতিরোধে পিছু হঠতে হয়েছিল পাকিস্তানি সেনাদের। কার্গিলের চূড়ায় উড়েছিল তেরঙ্গা। যে তারিখটি প্রত্যেক ভারতবাসী আজও গর্বের সঙ্গে মনে রেখেছে।