Tuesday, April 23, 2024
Sportsইনস্টাগ্রামে ফিরলেন বেনজেমা

ইনস্টাগ্রামে ফিরলেন বেনজেমা

ফরাসি ফুটবলার করিম বেনজেমা,প্রায় দু’ মাস পর আবারও ইনস্টাগ্রাম চালু করেছেন। রোনাল্ডোর বিপক্ষে হেরে যাওয়ার পরে ব্যাপক সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম বন্ধ করে দেন বেনজামা।

মূলত গত বছরের ২৬ ডিসেম্বর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসরের বিপক্ষে হেরেছিল বেনজেমার ক্লাব আল ইত্তিহাদ।এরপরে ফরাসি তারকা বেনজেমা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে রাখেন। তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েন বেনজেমা, ফ্যানরা তার ইনস্টাগ্রামে এসে খারাপ কথা বলতে থাকেন।পরে করিম বেনজেমা বাধ্য হয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেন। এদিকে নাসরের বিপক্ষে ৫-২ গোলে হেরে যাওয়ার সময়ে বেনজেমার ইনস্টা ফলোয়ার ছিল প্রায় ৭৬ মিলিয়ন। তবে চালু করার পরে সেটি কমে ৭৫.৭ মিলিয়নে দাঁড়িয়েছে। আবার এর আগে তিনি ১৩৭ জনকে ফলো করতেন। বর্তমানে সেই তালিকায় রেখেছেন মাত্র ৭ জনকে, যারা তার স্পন্সরে রয়েছে।

 

More News

বেনজেমার রেকর্ড গড়া গোল

0
দর্শকদের অনেকে তখনও গ্যালারিতে থিতু হননি, নড়েচড়ে বসছিলেন কেউ কেউ। মাঠে তখনই উল্লাস করছেন কারিম...

বেনজিমার ইনজুরি, আল ইত্তিহাদের বড় জয়

0
সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল আল-ওয়েহদা ও আল-ইত্তিহাদ।সেই ম্যাচে চোটে পড়েছেন ইত্তিহাদের ফরাসি ফরোয়ার্ড...

নেতৃত্বের পরেই বেনজেমার গোল

0
সৌদি লিগ ম্যাচে ইত্তিহাদের জার্সিতে প্রথম গোল করেছেন করিম বেনজেমা। দলকে প্রথমে লিড এনে দেন...