ডেন্টিস্টের ভূমিকায় কার্তিক আরিয়ান এবার ভয়ংকর এক খুনি, ওটিটিতে আসছে ফ্রেডি। ইতিমধ্যেই প্রকাশ্যে টিজার।
ছবিতে একমাত্র পোষ্য কচ্ছপকে নিয়ে একেবারেই ভিন্ন ভাবে নজর কেড়েছেন কার্তিক। ছোটদের খেলনা নিয়েও খেলতে ভালবাসেন তিনি। এমনকি সময় পেলেই ভেসে যান কল্পনার সাগরে। আবার এই সরল মিষ্টি স্বভাবের মানুষটিই পরবর্তীকালে কিভাবে খুনি হয়ে উঠতে পারেন, সে গল্পই বলেছে পরিচালক শশাঙ্ক ঘোষের ফ্রেডি। ছবিতে দেখা গিয়েছে, অভিনেত্রী আলিয়া এফ-কে বিয়ে করেছেন কার্তিক। প্রেম রোম্যান্স সংসারের মাঝেই হঠাৎই নজর কাড়ে কার্তিক আরিয়ানের খুনে ডেন্টিস্ট স্বস্তা। অমানবিকভাবে স্ত্রীয়ের দাঁত তুলে নিতে উদ্যত হন অভিনেতা। এভাবেই এগোবে ফ্রেডির গল্প। এককথায়, কমেডি-থ্রিলারের মোড়কেই ফ্রেডিকে সাজিয়েছেন শশাঙ্ক। আগামী ২ ডিসেম্বর গ্লোবাল ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে এই ছবি। এইমুহূর্তে মুম্বইতেই তারই প্রমোশনে আলিয়া ফার্নিচারওয়ালাকে নিয়ে নেমে পড়েছেন কার্তিক আরিয়ান।