Monday, September 25, 2023
বিনোদনভিকির সমালোচনা করেন ক্যাটরিনা 

ভিকির সমালোচনা করেন ক্যাটরিনা 

অভিনেতা ভিকি কৌশল তার পরবর্তী সিনেমা ,দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র মুক্তির অপেক্ষায় রয়েছেন। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির ট্রেলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

এরইমধ্যে এক সাক্ষাৎকারে অভিনেতা ভিকি কৌশল জানিয়েছেন,তার স্ত্রী ক্যাটরিনা কাইফ তার সবচেয়ে বড় সমালোচক। কথোপকথনের একপর্যায়ে ভিকি তার পরিবার ও নিজের শ্বশুরবাড়ি সম্পর্কেও কথা বলেছেন।তিনি বলেছেন, ক্যাটরিনার পরিবারের সকলে মজার মানুষ। তারা দুর্দান্ত। তারা অন্য পরিবারের মতোই স্বাভাবিক এবং ভালোবাসার মানুষ। ভিকি কৌশল সবসময় তাদের সাথে আড্ডা দিতে পছন্দ করেন, যখনই সে সুযোগ আসে।যখন সমস্ত ভাইবোন এবং পুরো পরিবার একত্রিত হয়, এটি একটি পার্টির মতো হয়। ৩৫ বছর বয়সী অভিনেতা ভিকি কৌশল আরো প্রকাশ করেছেন যে তার সবচেয়ে বড় সমালোচক ক্যাটরিনা কাইফ। ভিকি বলেছেন, ক্যাটরিনা তাঁর সবচেয়ে বড় সমালোচক। সবচেয়ে নৃশংস সমালোচক।ভিকি’র বাবা-মাও ভাল বা খারাপ সম্পর্কে সত্য বলেন, কিন্তু তারা সেটি নরম ভাবে বলার চেষ্টা করেন।কিন্তু ক্যাটরিনা সোজাসাপ্টা বলে বসে। ক্যাটরিনা একটা সোজা বুলেট। যদি ভালো হয়, তাহলে সোজা বলে দেয় এবং যদি সে কিছু পছন্দ না করে তাহলেও সে এ ব্যাপারে সোজা সাপ্টা জবাব দেয়। আর দোষ ত্রুটি পেলে তুমুল সমালোচনা করে।উল্লেখ্য,বেশ কিছুদিন আড়ালে সম্পর্ক রাখার পর ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ২০২১ সালে বিয়ে করেন।বলিউডের সুখী দম্পতি হিসেবেই পরিচিত এই জুটি। ভিকিকে সামনে দেখা যাবে,দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’তে। অপরদিকে ক্যাটরিনাকে সামনে দেখা যাবে বহুল প্রতীক্ষিত,টাইগার থ্রি-এ। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা।

More News

ভিকিকে খুশি করে দিলেন সালমান

0
ভাইজান সালমান খানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে সম্প্রতি বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে ছিলেন ভিকি...

ভিকি’র ফোন চেক করতেন ক্যাটরিনা 

0
গত বছরও ছিলেন সিঙ্গেল। এ বছর তিনি বিবাহিত,কোটি পুরুষের হৃদয়ে রাজত্ব করা ক্যাটরিনা কাইফের হৃদয়ে...

প্রেগন্যান্ট ক্যাটরিনা?

0
ক্যাটরিনা কাইফ মা হতে যাচ্ছেন।বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। বিশেষ করে নামটা যখন ক্যাটরিনা...