নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও পশ্চিমবঙ্গের কোনও প্রেক্ষাগৃহে দ্য কেরালা স্টোরি দেখানো হচ্ছে না। এভাবেই হতাশা প্রকাশ করেছেন পরিচালক সুদীপ্ত সেন।
সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি ওপর নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। কলকাতার সব প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শন করার অনুমতি মিলেছে। তাই খুব আশা নিয়ে কলকাতায় এসেছিলেন পরিচালক সুদীপ্ত সেন। সঙ্গে ছিলেন অভিনেত্রী অদা শর্মাও।কিন্তু সাংবাদিক বৈঠকে পরিচালক হতাশ হয়ে বলেছেন, তিনি এবং অদা শর্মা রাজনীতিবিদ নন। তাঁরা অন্য কিছু জানেন না। কিন্তু নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও কিন্তু কোনও হলে ছবিটি দেখানো হচ্ছে না।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর অনুরোধ, তিনি ছবিটা দেখুন।ছবি না দেখে ব্যান করা ভাল নয়। বিবিসি-র তথ্যচিত্র নিষিদ্ধ করার পর তৃণমূল বিরোধিতা করেছিল। পদ্মাবত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সরব হয়েছিলেন। তাহলে এখন কেন বিরোধিতা করছেন তিনি।ব্যান করা মানে রাজনৈতিক বিষয়টা স্পষ্ট। ভারতে দুটো রাজ্য ছাড়া সব জায়গায় দ্য কেরালা স্টোরি ব্লকব্লাস্টার। রাজ্যবাসীকে বঞ্চনা করা হয়েছে। তাদের প্রতিবাদ করা উচিত।