Wednesday, September 27, 2023
বিনোদনথ্রিলারে নতুন 'খেলা যখন'

থ্রিলারে নতুন ‘খেলা যখন’

স্মৃতি হারিয়ে অজানা এক বিপদের মুখে মিমি চক্রবর্তী, আসছে খেলা যখন। ট্রেলারে ফুটে উঠেছে ঊর্মি ওরফে মিমির মাতৃত্বের গল্প।
দেখা গিয়েছে, ঊর্মির একমাত্র সন্তান বুবাই। পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার। কিন্তু মা ঊর্মির বিশ্বাস তাঁর ছেলে এখনও জীবিত। মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়ে ঊর্মি। ছেলের কথা ভেবে বারবার অসুস্থও হয়ে পড়ে। যদিও তাঁর স্বামী বারবার তাঁকে জানায় বুবাইকেয়ের শেষকৃত্য নিজের হাতেই করেছেন তিনি। এমনই অবস্থায় ঊর্মির কথা অনুযায়ী বুবাইয়ের মৃত্যুর তদন্তে নেমে একেবারেই নতুন তথ্যের খোঁজ পায় পুলিশ। এরপরেই প্রশ্ন উঠেছে, সত্যিই কি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বুবাইয়ের? নাকি পুরোটাই সাজানো। এই প্রশ্নেরই উত্তর মিলবে অরিন্দম শীলের খেলা যখন ছবিতে। আরও একবার গানের ওপারের ফেমাস জুটি অর্জুন চক্রবর্তী ও মিমিকে স্বামী স্ত্রীর চরিত্রে দেখবেন দর্শক। অর্জুন মিমির পাশাপাশি ভিন্নধর্মী এই থ্রিলারে রয়েছেন বরুণ চন্দ, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও সুস্মিতা চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। কথা রয়েছে, আগামী ২ডিসেম্বর বড়পর্দায় রিলিজ করবে খেলা যখন। 

More News

মিমির প্রেমিককে দেখতে চান ফ্যানরা 

0
টলিউডের নায়িকা এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি চক্রবর্তী যতই হাতে গুনে ছবি করুন না কেন,...

শুভেন্দুর সভায় মিতালি, প্রচারে মিমি-ফিরহাদ

0
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরানোর ২৪ ঘণ্টার মধ্যে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর...

ওয়েব সিরিজ়ে মিমি, সঙ্গে টোটা? 

0
মিমি চক্রবর্তী ওয়েব সিরিজ়ে অভিনয় করতে আগ্রহী বলে শোনা যাচ্ছে। প্রযোজক সংস্থার তরফে নতুন ওয়েব...