Monday, September 25, 2023
বিনোদনফের সিদ্ধার্থ-কিয়ারা জুটি

ফের সিদ্ধার্থ-কিয়ারা জুটি

বলিউডের অন্যতম আইকনিক জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা এই বছরের ফেব্রুয়ারিতে সাত পাঁকে বাধা পড়েছেন। শেরশাহ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের শুরু, অবশেষে বিয়ে। বিবাহিত জুটিদের পর্দায় রোমান্স করতে দেখার সুযোগ কমই হয় দর্শকদের।

তবে এই জুটি ভিন্ন দৃষ্টান্ত তৈরি করতে যাচ্ছে বলেই ধারনা করা হচ্ছে।শোনা যাচ্ছে, আসন্ন এক সিনেমায় অনস্ক্রিন জুটি হয়েই পর্দায় রোমান্স করবেন কিয়ারা-সিদ্ধার্থ।ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে যে করণ জোহরের প্রোডাকশন হাউজ এই দম্পতিকে একটি সিনেমার জন্য চুক্তি করেছে। সিনেমাটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। রিপোর্ট অনুসারে, এই জুটিকে আগে কখনও দেখা যায়নি এমন চেহারায় দেখা যাবে এবং শীঘ্রই সিনেমাটির জন্য একটি কর্মশালা শুরু করা হবে।আগস্টে সিনেমাটির শুটিং শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ, কিয়ারার সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সবকিছু ঠিক সময়ে ঘটবে।এমনও জল্পনা রয়েছে যে সিদ্ধার্থ এবং কিয়ারা শশাঙ্ক খৈতানের সাথে তিনটি চলচ্চিত্র চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং করণ জোহর চলচ্চিত্রগুলো প্রযোজনা করবেন। অন্যদিকে কিয়ারাকে শেষ দেখা গেছে ভিকি কৌশলের সঙ্গে ,গোবিন্দ নাম মেরা’তে। এরপর,সত্যপ্রেম কি কথা’তে কার্তিক আরিয়ানের সাথে দেখা যাবে অভিনেত্রীকে।অপরদিকে রোহিত শেঠির কপ সিরিজ ,ইন্ডিয়ান পুলিশ ফোর্স-এ দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে।এছাড়া সামনে মুক্তি পাচ্ছে তার,যোদ্ধা। এতে আরো অভিনয় করেছেন শাহিদ কাপুর, রাশি খান্না, দিশা পাটানির মতো তারকা।

More News

কিয়ারা দ্রুত মা হতে চান 

0
দীর্ঘদিনের প্রেমের পর এ বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের হালের সেনসেশন সিদ্ধার্থ মালহোত্রা এবং...

জওয়ান : সুযোগ পেলেন না কিয়ারা?

0
জানা গিয়েছিল, শাহরুখ খানের জওয়ান ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে চলেছে কিয়ারাকে। তবে এখন...

জওয়ান -এ আরও এক অভিনেত্রী 

0
বছরের শুরুতে পাঠান-এর মতো ব্লকবাস্টার ছবির পর এবার জওয়ান-এর পালা।আরও একটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর...