সিদ্ধার্থের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার আগে রামচরণের সঙ্গে নিউজিল্যান্ড পাড়ি দিয়েছেন কিয়ারা আদভানি। আরসিফিফ্টিন ছবির শুটিংয়ের কাজেই।
আর এই শুটিংয়ের ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়াও করছেন রামচরণ-কিয়ারা। ডায়েট ভুলে বার্গার সহযোগে আপাতত চিট মিলেই মন দিয়েছেন দুজনে। সেই ছবিই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন নায়িকা। প্রসঙ্গত, এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী কিয়ারা এবং দক্ষিণী সুপারস্টার রাম চরণকে। এস শঙ্করের পরিচালনায় কিয়ারার সঙ্গে অনস্ক্রিন রোম্যান্সে মাতবেন রামচরণ। তবে এখনও ছবিটির নামকরণ করে উঠতে পারেননি নির্মাতারা। তাই রামচরণ ভক্তরা ছবির নাম দিয়েছেন আরসি ফিফটিন। আর সব ঠিকঠাক থাকলে আগামী বছরেই হিন্দি সহ আরও একাধিক ভাষায় রিলিজ করবে রামচরণ এবং কিয়ারা আদভানি অভিনীত এই দক্ষিণী ছবি।