Monday, March 27, 2023
বিনোদনরামচরণের সঙ্গে নিউজিল্যান্ডে কিয়ারা

রামচরণের সঙ্গে নিউজিল্যান্ডে কিয়ারা

সিদ্ধার্থের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার আগে রামচরণের সঙ্গে নিউজিল্যান্ড পাড়ি দিয়েছেন কিয়ারা আদভানি। আরসিফিফ্টিন ছবির শুটিংয়ের কাজেই।

আর এই শুটিংয়ের ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়াও করছেন রামচরণ-কিয়ারা। ডায়েট ভুলে বার্গার সহযোগে আপাতত চিট মিলেই মন দিয়েছেন দুজনে। সেই ছবিই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন নায়িকা। প্রসঙ্গত, এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী কিয়ারা এবং দক্ষিণী সুপারস্টার রাম চরণকে। এস শঙ্করের পরিচালনায় কিয়ারার সঙ্গে অনস্ক্রিন রোম্যান্সে মাতবেন রামচরণ। তবে এখনও ছবিটির নামকরণ করে উঠতে পারেননি নির্মাতারা। তাই রামচরণ ভক্তরা ছবির নাম দিয়েছেন আরসি ফিফটিন। আর সব ঠিকঠাক থাকলে আগামী বছরেই হিন্দি সহ আরও একাধিক ভাষায় রিলিজ করবে রামচরণ এবং কিয়ারা আদভানি অভিনীত এই দক্ষিণী ছবি।

More News

উইলিয়ামসন-নিকোলসের জোড়া ডাবল সেঞ্চুরি

0
বৃষ্টির কারণে ওয়েলিংটন টেস্টের প্রথমদিন মাত্র ৪৮ ওভার খেলা হয়েছিল। তাতে ২ উইকেট হারিয়ে ১৫৫...

ক্যাটরিনাকে সরিয়ে কিয়ারার যাত্রা 

0
কয়েক বছর ধরেই ফলভিত্তিক জনপ্রিয় পানীয় এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ক্যাটরিনা কাইফ ছাড়া অন্য কাউকে...

১ রানে টেস্ট জিতল নিউ জ়িল্যান্ড

0
ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে হারিয়ে দিল নিউ জ়িল্যান্ড। প্রথম ইনিংসে বেন স্টোকসরা এগিয়ে ছিলেন ২২৬ রানে।   ফলো...