সামরিক বোঝাপড়া আরও শক্তিশালী করতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন।
সূত্রের খবর, কিম জং উনের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর।বাস্তব সমস্যাগুলি নিয়ে দু’জনের আলোচনা হয়েছে। তার ভিত্তিতেই দুই দেশ জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তার প্রশ্নে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে সহমত হয়েছে। পাশাপাশি রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেশের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, বোমারু বিমান, পরমাণু অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন দেখেছেন উত্তর কোরিয়ার প্রধান। জানা গিয়েছে, ছ’দিনের রাশিয়া সফর সেরে রবিবার উত্তর কোরিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন কিম জং উন।প্রথম থেকেই তাঁর এই রাশিয়া সফরকে কড়া নজরে রেখেছে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া। শুক্রবারই হুঁশিয়ারি দিয়ে আমেরিকা জানিয়েছিল, অস্ত্রসাহায্যের কথা বলে উত্তর কোরিয়ার উপর রাষ্ট্রপুঞ্জের যে নিষেধাজ্ঞা, তা ভঙ্গ করছে রাশিয়া।