কলকাতার আনন্দপুর থেকে ২১ জন বাংলাদেশিকে গ্রেফতারের পর, এবার ধৃত বাংলাদেশিদের জন্য জাল নথি তৈরির মাস্টারমাইন্ড বিজয় রায়-কে নবদ্বীপ থেকে গ্রেফতার করেছে পুলিস। পাশাপাশি ওই ব্যক্তির বাড়ি থেকে ভুয়ো প্যান কার্ড ও আধার কার্ড তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
তাঁর বাড়ি নদিয়ার কৃষ্ণৃনগরের কোতয়ালিতে। বিজয়কে জেরা করে জানা গিয়েছে তার বাড়িতেই ফেক আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করা হতো। আনন্দপুরের গুলশান কলোনি থেকে বাংলাদেশিকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ এসটিএফ। তারপরই কলকাতা পুলিসের অভিযানে আরও কয়েকজন বাংলাদেশি গ্রেফতার করা হয়। তারপরই গতকাল ওই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করে পুলিস। জেরায় জানা গিয়েছে ওইসব বাংলাদেশিকে ভুয়ো নথি বানিয়ে দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতো বিজয় রায়। সেইসব নথি দেখিয়ে তৈরি হতো পাসপোর্ট। তা নিয়েই দক্ষিণ আফ্রিকা, মধ্য প্রাচ্যের দেশগুলিতে ওইসব বাংলাদেশিকে পাঠিয়ে দেওয়া হতো। পাশাপাশি, বিজয়কে জেরা করে জানার চেষ্টা হচ্ছে তার সঙ্গে আর কারা ওই বাংলাদেশিদের সঙ্গে জড়িত। খোঁজ নেওয়া হচ্ছে এখনওপর্যন্ত কতজন বাংলাদেশিকে ভুয়ো প্যান, আধার তৈরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে বিজয় রায়।