কোয়াড্রপল স্বপ্ন ভেঙে গেছে। তবে ট্রিপল জয়ের আশা টিকে আছে এখনও। আছে দুর্দান্ত এক সিজনেরও তরতাজা স্মৃতিও। দলের দারুণ সেই সিজনের পুরস্কার পেয়ে গিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। সিজন সেরা কোচের দুটি স্বীকৃতি জিতে নিয়েছেন লিভারপুল কোচ।
ইংলিশ প্রিমিয়ার লিগের সিজন সেরা ম্যানেজার নির্বাচিত হয়েছেন ক্লপ।পাশাপাশি তিনি জিতেছেন লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের,এলএমএ-র সেরা কোচের পুরস্কারও।প্রিমিয়ার লিগের সেরা কোচ নির্বাচিত করা হয় ফুটবল বিশেষজ্ঞ ও সমর্থকদের ভোটের ফলাফল মিলিয়ে। এলএমএ সেরা কোচ নির্বাচিত করা হয় সব ডিভিশনের কোচদের ভোটে।ক্লপের কোচিংয়ে এই সিজনে লিগ কাপ ও এফএ কাপ জিতেছে লিভারপুল। প্রথম দল হিসেবে সিজনে চার চ্যাম্পিয়নশিপ জয়ের হাতছানি ছিল তাদের সামনে। তবে প্রিমিয়ার লিগের শেষ দিনের নাটকীয়তায় তারা শেষ পর্যন্ত রানার্স আপ হয়েছে ম্যানচেস্টার সিটির চেয়ে স্রেফ এক পয়েন্ট পেছনে থেকে।আরও একটি চ্যাম্পিয়নশিপ-র আশা তাদের আছে এখনও। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ক্লপের দল মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের।দুটো স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ক্লপ। তবে ৫৪ বছর বয়সী জার্মান ইয়ুর্গেন ক্লপকে বেশি ছুঁয়ে গেছে কোচদের ভোটে সেরা হওয়াটা।