Sunday, July 14, 2024
Sportsএকদিন চলে যেতে হবে : এমবাপ্পে

একদিন চলে যেতে হবে : এমবাপ্পে

দলবদলের সময় আসে আর কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় আলোড়ন। এর সঙ্গে যোগ হয় রিয়াল মাদ্রিদও।

গত কয়েক সিজন ধরেই এমবাপ্পেকে পেতে চেষ্টা চালিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এখনো সফল হতে পারেনি স্প্যানিশ ক্লাবটি।গুঞ্জন আছে, এখনো এমবাপ্পেকে চায় লস ব্লাংকোরা। যদিও এমবাপ্পে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানায়নি।তবে ক্যারিয়ারে একটা পর্যায়ে গিয়ে পিএসজি ছেড়ে ইউরোপের বাইরে খেলার সম্ভাবনার কথাও বলেছেন।এদিকে আগামী জুনেই পিএজসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এমবাপ্পের।এখনো নতুন করে চুক্তি রিনিউ করেনি। তাই চাইলেই নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন এমবাপ্পে।যে কারণে ফ্রি খেলোয়াড় হিসেবেই ২৫ বছর বয়সী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে দলে টানতে চায় লস ব্লাংকোরা।অন্যদিকে,ইউরোপের পাট চুকিয়ে গত বছর থেকেই নতুন চ্যালেঞ্জ নিয়েছেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনাল্ডো, নেইমারের মতো তারকারা।মেসি খেলছেন আমেরিকার ফুটবলে আর রোনাল্ডো -নেইমার এশিয়ার ফুটবলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্ষেত্রেও এমনটা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন এমবাপ্পে।বলেছেন,অনেক গ্রেট খেলোয়াড়, যারা ফুটবলের ইতিহাসে ছাপ রেখেছেন,তারা গত গ্রীষ্মে ইউরোপ ছেড়ে গেছেন। ফুটবল এক নতুন যুগে প্রবেশ করেছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং একটা পর্যায়ে তাঁকেও চলে যেতে হবে।

More News

পিএসজি প্রেসিডেন্টের সঙ্গে এমবাপ্পের তুমুল ঝগড়া 

0
পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে, এটা অনেকটা নিশ্চিতই ছিল। আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল কেবল। সেটাও ক...

লুনিন এখন রিয়ালের জয়ের নায়ক

0
ইউক্রেনিয়ান গোলরক্ষক আন্দ্রি লুনিন এমন একটা দিনের অপেক্ষাতেই যেন ছিলেন। বড় মঞ্চে মাঠে নামবেন, নৈপুণ্য দেখাবেন...

আর্সেনালকে হারিয়ে সেমিতে বায়ার্ন

0
লিগ চ্যাম্পিয়নশিপ হারানো বায়ার্ন মিউনিখ পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আর্সেনালকে...