Monday, March 27, 2023
Top Newsগুজরাট বিজেপির গবেষণাগার : নাড্ডা 

গুজরাট বিজেপির গবেষণাগার : নাড্ডা 

গুজরাট বিজেপির গবেষণাগার। এমটাই বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

তাঁর কথার ব্যাখ্যা দিতে দিয়ে তিনি বলেছেন, গত ২৭ বছর ধরে গুজরাটে বিজেপির সরকার রয়েছে। গুজরাট সব সময় একটি গবেষণাগারের মত কাজ করেছে।এবার পরীক্ষা হিসেবে সব মন্ত্রীকে একসঙ্গে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। জে পি নাড্ডার কথায় এই ভাবনা বোঝাবে কোনো পদ স্থায়ী নয়, কেউ কোনও পদের জন্য নয়। সকলকে দলের জন্য কাজ করতে হবে এবং দলই সিদ্ধান্ত নেবে কে কোথায় যাবে। গুজরাটের রেকর্ড ফল করার পর এমনটাই জানিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। অন্যদিকে, শুক্রবারই গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন ভূপেন্দ্র প্যাটেল। পাশাপাশি পুরো মন্ত্রী সভায় পদত্যাগ করেছে।  আগামী ১২ ডিসেম্বর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন  ভূপেন্দ্র প্যাটেল। 

 
 

More News

রাহুলের সাংসদ পদ খারিজ-জনস্বার্থ মামলা দায়ের 

0
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পরে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। জনপ্রতিনিধিত্ব আইনের...

শুভেন্দুর মহাজোটের ডাক

0
গুজরাটের মত বাংলার সংখ্যালঘুরাও খুব শীঘ্রই বিজেপিকে ভোট দেবেন। তবে এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি...

২০২৪-র লক্ষ্যে ৩ রাজ্যের সভাপতি বদল 

0
২০২৪ লোকসভা নির্বাচনের লক্ষ্যে দিল্লি, বিহার, রাজস্থানে নয়া সভাপতি নিযুক্ত করেছে  বিজেপি। তাঁদের হাতে রাজ্যের...