গুজরাট বিজেপির গবেষণাগার। এমটাই বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
তাঁর কথার ব্যাখ্যা দিতে দিয়ে তিনি বলেছেন, গত ২৭ বছর ধরে গুজরাটে বিজেপির সরকার রয়েছে। গুজরাট সব সময় একটি গবেষণাগারের মত কাজ করেছে।এবার পরীক্ষা হিসেবে সব মন্ত্রীকে একসঙ্গে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। জে পি নাড্ডার কথায় এই ভাবনা বোঝাবে কোনো পদ স্থায়ী নয়, কেউ কোনও পদের জন্য নয়। সকলকে দলের জন্য কাজ করতে হবে এবং দলই সিদ্ধান্ত নেবে কে কোথায় যাবে। গুজরাটের রেকর্ড ফল করার পর এমনটাই জানিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। অন্যদিকে, শুক্রবারই গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন ভূপেন্দ্র প্যাটেল। পাশাপাশি পুরো মন্ত্রী সভায় পদত্যাগ করেছে। আগামী ১২ ডিসেম্বর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল।