শুভেন্দু অধিকারী তাঁকে শেষ করতে চান। এমনই অভিযোগ করেছেন সদ্য বিবাহিত লক্ষ্মণ শেঠ। এককালের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা বর্তমানে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি লক্ষ্মণ শেঠ জানিয়েছেন শুভেন্দু অধিকারী প্রবলভাবে তাঁর ক্ষতি করার চেষ্টা করছেন। একটা খুনের মামলায় ফাঁসিয়েছেন।
শুভেন্দু অধিকারীর ভোটে জেতা নিয়ে প্রশ্ন তুলেছেন লক্ষ্মণ শেঠ। তৃণমূলের সুরেই সুর মিলিয়ে লক্ষ্মণ শেঠ বলেছেন আলো বন্ধ করে নন্দীগ্রামে ভোট গণনা হয়েছে। তাই শুভেন্দু জিতেছেন। হলদিয়া শিল্পাঞ্চলের প্রসঙ্গ টেনে লক্ষ্মণ শেঠ বলেছেন তিনি ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করে গিয়েছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী সব নষ্ট করে দিয়েছেন। শুধুই টাকা তুলেছেন। সিপিএম এখনও ভুল কাজ করে চলেছে বলেও মন্তব্য করেছেন লক্ষ্মণ শেঠ।