ইউজারের বিভিন্ন গোপন তথ্য চুরি করে, এমন এক হামলাকারীর সাইবার আক্রমণের শিকার হয়েছে পাসওয়ার্ড ম্যানেজার,লাস্টপাস। এইসব গোপন তথ্যের বেশিরভাগই অন্যান্য ওয়েবসাইটের পাসওয়ার্ড,যা হ্যাকারদের কাছে বেশ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতে পারে।
উল্লেখ্য,লাস্টপাস বিশেষ এক শ্রেণির পাসওয়ার্ড ম্যানেজার, যা ইউজারকে বিভিন্ন একক ওয়েবসাইটে সুরক্ষিত পাসওয়ার্ড তৈরির সুযোগ দেয় ও সেগুলোকে সংরক্ষণ করে।এ ধরনের সার্ভিস ব্যবহারের ফলে কোনো একক ইউজারের পাসওয়ার্ড ছাড়া বাইরের কারো পক্ষে সাবস্ক্রাইব করা ওয়েবসাইটে প্রবেশ করা প্রায় অসম্ভব। সাইটগুলোতে প্রবেশ করতে হ্যাকারকে অনেক কাঠখড় পোড়াতে হয়। এতে করে কোনো একক সার্ভিসে এই ধরনের হ্যাকিং কার্যক্রমের প্রভাবও কমে আসে।তবে, স্বয়ং পাসওয়ার্ড ম্যানেজারে যে কোনো ধরনের হ্যাকিং কার্যক্রম বিপজ্জনক হতে পারে। কোনো ব্যক্তির পুরো ডিজিটাল জীবনে আক্রমণকারীর তাৎক্ষণিক প্রবেশাধিকার পাওয়াকে এর কারণ হিসেবে বর্ণনা করা হচ্ছে।সাম্প্রতিক বছরগুলোতে এমন বেশ কিছু হ্যাকিং কার্যক্রমের নজির মিলেছে।উল্লেখ্য,অগাস্টে লাস্টপাস ঘোষণা করেছিল,তারা হ্যাকিংয়ের শিকার হলেও এতে ইউজারের কোনো তথ্য চুরি হয়নি।আর এখন তারা বলছে,ওই আক্রমণে কোম্পানির কাছ থেকে চুরি করা বিভিন্ন তথ্য ব্যবহার করে পুনরায় সিস্টেমে প্রবেশের মাধ্যমে এবার ইউজারদের পাসওয়ার্ড চুরি করেছে হ্যাকার।কোম্পানি বলছে, গ্রাহক ডেটার একটি ব্যাকআপ কপি চুরি করতে পেরেছে আক্রমণকারী।