কেন্দ্র সরকার সহজ সরল পদ্ধতি ও ভারতীয় ভাষায় আইনের খসড়া তৈরির চেষ্টা চালাচ্ছে।আন্তর্জাতিক আইনজীবী সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন আইন রচনায় এবং বিচার প্রক্রিয়ায় যে ভাষা ব্যবহার করা হয় তা ন্যায়বিচার নিশ্চিত করতে বড় ভূমিকা পালন করে। কেন্দ্র সরকারের ভাবনা চিন্তা রয়েছে যে আইন দুটি উপায়ে তৈরি করা উচিত। আইনের খসড়া এমন হবে যাতে করে সাধারণ মানুষের ভাষার তার সাথে সহজলভ্য হয়। একইসঙ্গে দ্বিতীয় খসড়াটি এমন একটি ভাষায় হবে যা দেশের সাধারণ মানুষ বুঝতে পারবে। মোদি বলেছেন আগে একটি জটিল পদ্ধতিতে আইনের খসড়া তৈরি ছিল।তিনি বলেছেন যে বিচার বিভাগ এবং বার কাউন্সিল দীর্ঘকাল ধরে ভারতের বিচার ব্যবস্থার রক্ষক এবং তারা ভারতের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।প্রধানমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধী, বিআর আম্বেদকর, জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেলের মতো আইনজীবী ছিলেন।তিনি বলেন, এই সম্মেলন এমন এক সময়ে ঘটছে যখন ভারত বেশ কিছু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। সংসদে নারী সংরক্ষণ বিল পাশ হওয়া। যা নারী নেতৃত্বাধীন উন্নয়নে নতুন দিকনির্দেশনা ও শক্তি দেবে। তিনি জি২০ শীর্ষ সম্মেলন এবং সফল চন্দ্রযান মিশনের কথাও বলেছেন।