দু’দিনে দুটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের কাঠালধুরা চা বাগানে। যারফলে স্বস্তির নিঃস্বাস ফেলেছে স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, কিছুদিন ধরে চিতাবাঘ এই এলাকায় উৎপাত করে বেড়াচ্ছিল। সন্ধ্যা হতেই গ্রামে ঢুকে হাঁস, ছাগল তুলে নিয়ে যেত। আতঙ্কে গ্রামবাসীরা একপ্রকার সন্ধ্যা থেকেই গৃহবন্দী হয়ে কাটাত। এরপরই গত দু’দিন আগে এই চা বাগানের ৬ নং সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখে বনকর্মিরা। শনিবার সকালে সেই ছাগল খেতে এসে খাঁচায় আটকে পড়ে যায় চিতাবাঘটি। সকালবেলা চিতাবাঘের গর্জন শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর চিতা বাঘটিকে দেখতে ভিড় জমান অনেকে।
খবর দেওয়া হয় বন দফতরের কর্মীদের। খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে খাঁচা সমেত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।