করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও রাজ্যগুলিকে পর্যবেক্ষণ, চিকিৎসা ও টিকাকরণের ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি দিয়ে সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা।
চিঠিতে জানানো হয়েছে, কোভিডের নতুন ওয়েভে দেশজুড়ে আক্রান্ত প্রায় ২২ লক্ষ ছুঁয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দ্রুত সেরে উঠছেন অনেকেই। হাসপাতালে খুব কম সংখ্যক মানুষই ভর্তি হচ্ছেন। কিন্তু দেশের মধ্যে ৪০৭ জেলায় পজিটিভিটির রেট অন্তত ১০ শতাংশের বেশি। সেক্ষেত্রে কোভিডের গতিবিধি অনুসারে নজরদারি ও সতর্কতা কোনওভাবেই কমানো চলবে না। তাই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হচ্ছে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করতে। নজরদারি কোনওভাবেই কমানো না। পাশাপাশি পাঁচ দফা স্ট্র্যাটেজি মেনে চলার বিষয়েও বার্তা দিয়েছেন তিনি।জানিয়েছেন, কোভিড পরীক্ষা, নজরদারি, চিকিৎসা, টিকাকরণ ও কোভিড বিধি মেনে চলার উপর জোর দিতেই হবে। মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার উপর বিশেষভাবে জোর দিতেই হবে। সেক্ষেত্রে করোনা রোধে আগের মতোই কড়া বিধি মেনে চলতে হবে।