আগামী আগস্টে বয়স হবে ৩৬ বছর। বার্সেলোনায় রবার্ট লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে চলছে তাই নানা গুঞ্জন। ইউরোপিয়ান ফুটবল ছেড়ে তিনি সৌদি আরবের ফুটবলে পাড়ি জমাতে পারেন, এমন উড়ো খবরও এসেছে।
তবে পোলিশ তারকা লেভানদোভস্কি পরিষ্কার জানিয়ে দিয়েছেন,আগামী সিজনে বার্সেলোনাতেই থাকতে চান তিনি।কাতালান ক্লাবটির জার্সিতে আরও অনেক কিছু জয়ের স্বপ্ন তার।বায়ার্ন মিউনিখে আট বছরের সাফল্যমণ্ডিত অধ্যায়ের ইতি টেনে ২০২২ সালের জুলাইয়ে বার্সেলোনায় যোগ দেন লেভানদোভস্কি।স্প্যানিশ ক্লাবটির হয়ে গত সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে ৩৩ গোল করেছেন স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। এই সিজনে অবশ্য অতটা ছন্দে নেই তিনি।এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে তার গোল ২৫টি।এদিকে ট্রফিহীন সিজন কাটছে শাভি এর্নান্দেসের দলের।স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন উড়িয়ে লেভানদোভস্কি বলেছেন, পরের সিজনে তারা ট্রফি উঁচিয়ে ধরতে পারবেন বলেই দৃঢ় বিশ্বাস তার।বলেছেন,বার্সেলোনার হয়ে অনেক কিছু জিততে চান। তিনি নিশ্চিত,পরের সিজনে তাঁরা আরও শক্তিশালী হয়ে খেলতে পারবেন এবং শিরোপাও জিতবেন।তিনি আরও বলেছেন,সবসময় সেরাটা চান, শুধু নিজের জন্যই নয়, সতীর্থদের জন্যও। নিশ্চিত, এই দল পরের সিজনে ট্রফি জিততে পারবে।