Home Top News ছত্তীসগঢ়ে চুনাপাথরের খনিতে ধস, নিহত ৭

ছত্তীসগঢ়ে চুনাপাথরের খনিতে ধস, নিহত ৭

0
49
চুনাপাথরের খনিতে ধস নেমে মৃত্যু হয়েছে ৬ মহিলা সহ ৭ জনের। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বস্তার জেলায়।
পুলিশ জানিয়েছে, জগদলপুর থেকে ১২ কিলোমিটার দূরে নগরনার থানার মালগাঁওয়ের কাছে একটি চুনাপাথরের খনিতে খননকাজ চলাকালীন হঠাৎ ধস নামে। খবর পেয়ে সেখানে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছায়। ঘটনাস্থলেই চাপা পড়ে মৃত্যু হয় ৫ জনের। ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাদের মৃত্যু। এখনও অনেকেই ওই ধসের নিচে আটকে রয়েছে বলে জানা গিয়েছে। ধ্বংসস্তুপ সরানোর জন্য জেসিবি নিয়ে আসা হয় ঘটনাস্থলে। পুলিশের আশঙ্কা আরও মৃত্যু বাড়তে পারে।