Wednesday, May 31, 2023
Top Newsবর্ধমান-হাওড়া কর্ড লাইনে লোকাল বাতিল

বর্ধমান-হাওড়া কর্ড লাইনে লোকাল বাতিল

বর্ধমান-হাওড়া কর্ড লাইনে বেলানগর স্টেশনে ইলেক্ট্রনিক ইন্টারলকিংয়ের বদলের কাজের জন্য চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। রবিবার দিনভর বাতিল বর্ধমান-হাওড়া কর্ড লাইনের সমস্ত লোকাল ট্রেন। চলছে কিছু স্পেশ্যাল ট্রেন। অনেককেই মেইন লাইন হয়ে ঘুরে যেতে হচ্ছে।
কিংবা স্পেশাল ট্রেনে ডানকুনি পর্যন্ত গিয়ে বাস কিংবা অন্য কোন পরিবহনের ভরসা করতে হচ্ছে গন্তব্যে পৌঁছাতে। এদিকে বেলানগর স্টেশনে কাজের জন্য রেলের পক্ষ থেকে কয়েকটি দূরপাল্লার ট্রেনেরও রুট বদল করা হয়েছে। পাশাপাশি কর্ড লাইনে চলাচল করে এমন দূরপাল্লার কয়েকটি ট্রেনকে মেন লাইন দিয়ে অর্থাৎ ব্যান্ডেল হয়ে চলাচল করানো হচ্ছে। এদিকে রবিবার সরকারি চাকরির পরীক্ষাও রয়েছে। ট্রেন বাতিলের খবরে চিন্তা বেড়েছে চাকরিপ্রার্থীদেরও।

More News