পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনায় বাগবাজার মায়ের ঘাটে প্রথমবার তর্পণ সেরেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিঁনি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, মহালয়ার দিনে দেবীপক্ষের সূচনালগ্নে সমগ্র রাজ্যবাসী তথা যে যেই দলের পতাকার বাহক হোক না কেনো সবাই চাইছে পশ্চিমবঙ্গকে সমগ্র দেশের সামনে হাসির খোরাক ও অপমান থেকে মুক্ত করতে।
পাশাপাশি শমীকের আরও বক্তব্য, তৃণমূলের বিধায়ক মদন মিত্র-র লড়াই বিজেপির বিরুদ্ধে নয়, বিজেপি উপলক্ষ্য মাত্র। মদন মিত্র রসের উপাসনা করেন, ১৮ থেকে ৬৫ বছর সকলেই মদন জ্বরে আক্রান্ত। এইটাই তৃণমূলের সংস্কৃতি। একইসাথে মিঠুন চক্রবর্তীর পোস্টার ছেঁড়া ও তাকে কলকাতায় আসা থেকে অপমানের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। অন্যদিকে, মহালয়ার দিনে হুগলিতে তর্পণ সেরেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও।