কোচি বিমানবন্দরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্কের জেরে শোরগোল পড়ে গিয়েছে।জানা গিয়েছে, মুম্বইয়ে এয়ার ইন্ডিয়ার কলসেন্টারে একটি ফোন আগে।
এক ব্যক্তি দাবি করেন, কোচি থেকে লন্ডনগামী এআই ১৪৯ বিমানে বোমা রাখা রয়েছে। এরপর এয়ার ইন্ডিয়া থেকে ফোন করে কোচি বিমানবন্দরকে গোটা ঘটনার কথা জানানো হয়। সঙ্গে সঙ্গে তৎপর হয় কর্তৃপক্ষ। নির্দিষ্ট নিয়ম মেনে সিআরপিএফ-এর তরফে তলব করা হয় বোমা নিষ্ক্রিয়কারী দলকে। হাই অ্যালার্ট জারি হয় গোটা বিমানবন্দরে। বিমানটিকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে শুরু হয় তল্লাশি। তবে দীর্ঘ তল্লাশির পরও বিমান থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এরপরই কলসেন্টারে ফোন করা অজ্ঞাতপরিচয় অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ। জানা যায়, মুম্বইয়ে ফোনটি করেছিলেন মলপ্পুরম জেলার কন্ডোট্টির বাসিন্দা সুহেব নামে এক যুবক। এআই ১৪৯ বিমানেই লন্ডন যাওয়ার কথা ছিল তাঁর। এদিন নির্ধারিত সময়ে অভিযুক্ত যুবক স্ত্রী ও কন্যার সঙ্গে বিমানবন্দরের টার্মিনালে পৌঁছলে এসএসজি জওয়ানরা তাঁকে আটক করে। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।