সোনাক্ষী বিয়ে করেছে দেশের সংবিধান মেনে। পটনায় বিক্ষোভের মুখে কড়া জবাব দিয়েছেন শত্রুঘ্ন সিনহা।
অভিনেত্রী সোনাক্ষী সিন্হা সম্প্রতি বিয়ে করেছেন জ়াহির ইকবালকে। বিয়ে ঘোষণা হওয়ার পর থেকেই নানা দিক থেকে সমালোচনার শিকার হতে হয়েছে অভিনেত্রী ও তাঁর পরিবারকে। বিয়ের পর পটনায় একটি গোষ্ঠী বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তারপরেই আসরে নেমে জবাব দিয়েছেন অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহা। নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁদের রয়েছে বলেও দাবি করেছেন তিনি। যাঁরা সোনাক্ষী সিনহার বিয়ে নিয়ে আক্রমণ করছেন তাঁদের শত্রুঘ্ন সিনহা বলেছেন, জীবনে কোনও কাজ করুন। উল্লেখ্য, ২৩ জুন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা ও মা পুনম সিনহা দাঁড়িযে বিয়ে দিয়েছিলেন মেয়ে। তাঁদের এই খুশির মুহূর্তে শামিল হয়েছেন বলিউডের অনেকেই। যাঁরা উপস্থিত হতে পারেননি, তাঁরা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। তবে অনেকেই অভিনেত্রীর বিয়ে নিয়ে কাঁটাছেঁড়া করতে ছাড়েননি। তাঁদেরই এবার কড়া জবাব দিয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা।