Thursday, November 30, 2023
Top Newsনিউটাউনে শপিং মল লুলু গ্রুপের, বার্তা মমতাকে 

নিউটাউনে শপিং মল লুলু গ্রুপের, বার্তা মমতাকে 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিউটাউনে বিশ্বমানের শপিং মল খোলার আশ্বাস দিয়েছে দুবাইয়ের বহুজাতিক সংস্থা লুলু গ্রুপ। রাজ্যে বিনিয়োগ টানতে শুক্রবার লুলু গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলির সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
বৈঠকে রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস দিয়েছেন আশরাফ আলী। বৈঠকের পরে এক্স পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,  সব ঠিকঠাক চললে কলকাতার নিউটাউনে বিশ্ব মানের শপিং মল খুলতে পারে লুলু গোষ্ঠী। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা এই সংস্থার প্রতিটি স্টোরে বিশ্ববাংলার নিজস্ব জিনিসপত্র রাখা হবে। পশ্চিমবঙ্গের কৃষকদের ফলানো ফল এবং শাকসবজি লুলু গ্রুপের শপিং মলে রাখা হবে।রাজ্যের মৎস্যজীবীদের চাষ করা মাছ, মাংস, ডিমও থাকবে লুলু গ্রুপের শপিং মলে। এছাড়াও লুলু গ্রুপ রাজ্যের দক্ষতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেবে। বিশ্বখ্যাত বাণিজ্যিক সংস্থার এই উদ্যোগের ফলে দেশের কোষাগার বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে তা বলাই বাহুল্য। লুলু গ্রুপকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য, রিটেল ব‌্যবসায় দুবাই-সহ বিশ্বের নানা প্রান্তে বড় বড় শপিং মল, হোটেল তৈরি করেছে লুলু গ্রুপ। ভারতের মধ্যে কোচি, তিরুবনন্তপুরম, ত্রিশূর, বেঙ্গালুরু ও লখনউয়ের পর এবার পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে লুলু গ্রুপ।

More News

ধর্নায় মুখ্যমন্ত্রী, শুভেন্দুর চোর স্লোগান  

0
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন আম্বেদকরে মূর্তির পাদদেশে সমস্ত বিধায়কদের নিয়ে বসে। অন্যদিকে ধর্মতলায় সমাবেশ...

ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক – মুখ্যমন্ত্রী

0
ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। কারও আপত্তি থাকলে কেন্দ্রীয় সরকারে গিয়ে যোগ দিন। বিধানসভায় আবারও ডিএ-র...

মনরেগায় সাংসদদের টাকাই দিচ্ছেন অভিষেক – মমতা

0
মনরেগায় বঞ্চিতদের টাকা মেটাতে দলীয় সাংসদরা ১ লাখ টাকা করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভায জানিয়েছেন...