বিজেপি,সিপিএমকে বাবা ভাবলে ভুল করবেন।বারাকপুরে প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেছেন পুলিশ হয়ত ভুলে যায় তৃণমূল শাসকদল।
পুরসভার ঠিক আগে ৫০টি মাইক লাগিয়ে সিপিএম মিটিং করেছে। কিন্তু পুলিশের চোখে পড়েনি। বারাকপুর কমিশনারেটের পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেছেন সব পুলিশ নয়,তবে কিছু চরও রয়েছে । বিজেপি বাংলার বাজার গরম করলে কিভাবে ঠান্ডা করতে হয় তৃণমূলের কাছে মন্ত্র রয়েছে । প্রয়োজনে তা প্রয়োগ হবে।