বিশ্বকাপে বৃহস্পতিবারই মাঠে নামছে ব্রাজিল। আর নেইমারদের সমর্থন করতে কলকাতা বিমানন্দর থেকে ব্রাজিলের ফ্ল্যাগ গায়ে জড়িয়ে প্লেনে চড়লেন মদন মিত্র। তিনি কাতার বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে খেলা দেখবেন। কামারহাটির তৃণমূল বিধায়ক মদনকে উৎসাহ দিতে শীতের ভোরেও বিমানবন্দরে হাজির ছিলেন উৎসাহীরা ।
সেলেকাওদের হয়ে কাতারের স্টেডিয়ামে গলা ফাটাবেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। মদন ২৯ নভেম্বর পর্যন্ত কাতারে থাকতে পারেন। ৩০ তারিখেই তাঁর দেশে ফিরে আসার কথা। ২১ তারিখ মদনের কাতার যাওয়ার কথা থাকলেও বিধানসভা অধিবেশন শুরু হওয়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ২ দিন পিছিয়ে যায়।