মহেশতলায় ঠাকুমা নাতি খুনে বৃদ্ধার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের মাস্টারমাইন্ড বৃদ্ধার ভাই আশিস নস্কর বলে জানিয়েছে পুলিশ।
সম্পত্তি হাতাতে বৃদ্ধা ও তাঁর নাতিকে খুনের জন্য ইউসুফ খান নামে এক রাজমিস্ত্রিকে সাড়ে ৩ লাখ সুপারি দিয়েছিল বৃদ্ধার ভাই আশিস। জেরায় অপরাধের কথা স্বীকার করে নিয়েছে আশিস। এমনটাই দাবি পুলিশের। বৃদ্ধার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল ইউসুফ। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে ইউসুফকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে আশিসের খোঁজ পায় পুলিশ। ১২ মে মহেশতলায় বাড়ি থেকে ঠাকুমা ও নাতির রক্তাক্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ।