Wednesday, August 17, 2022
বিনোদনমহিমা চৌধুরীর ফ্যাশন শো 

মহিমা চৌধুরীর ফ্যাশন শো 

ফের গ্ল্যামার ওয়ার্ল্ডের লাইমলাইটে ক্যান্সার বিজয়ী মহিমা চৌধুরী। সম্প্রতি, মুম্বইয়ের একটি জুয়েলারি ফ্যাশন শো-তে নজর কেড়েছেন পরদেশ অভিনেত্রী।
তাঁর পড়নে ছিল প্রিন্টেড সাদা লেহেঙ্গা এবং সাদা-সোনালী ম্যাচিং জুয়েলারি। খোলা চুলে অপূর্ব লাগছিলেন পরদেশ অভিনেত্রী। শুধু মহিমাই নয়, এই জুয়েলারি ফ্যাশন শো-তে ইন্ডিয়ান থেকে শুরু করে ইন্দো-ওয়েস্টার্ন দুই পোশাকেই তাক লাগিয়েছেন অমৃতা রাও, ভাগ্যশ্রী, শমিতা শেট্টির মতো তারকারাও। শমিতার শেট্টির পড়নে ছিল সোনালী লেহেঙ্গা আর ম্যাচিং সোনালী জুয়েলারি। অমৃতা রাও পড়েছিলেন স্লিভলেস গাউন আর হেভি চোকার। ওদিকে ম্যায়নে পেয়ার কিয়া খ্যাত অভিনেত্রী ভাগ্যশ্রী লাল সাদা শাড়ি আর সোনালী গয়নায় ঝলমল করছিলেন। স্বাভাবিকভাবেই, নাইন্টিজের অভিনেত্রীদের একই ফ্রেমে দেখে বেশ খুশি নেটিজেনরাও।

More News

স্বাধীনতা দিবসে বিদ্রোহী প্রভাস

0
স্বাধীনতা দিবসে, তলোয়ার হাতে বিদ্রোহী প্রভাস, আসছেন সালার। সম্প্রতি, প্রকাশ্যে এসেছে সালার ছবির পোস্টার। পরিচালনায় প্রশান্ত...

আগামী ইদেই আসছে টাইগার থ্রি 

0
টাইগার ফ্র্যাঞ্চাইজির ১০ বছর পাড়, এবার টাইগার থ্রি নিয়ে আসছেন সলমন খান। স্বাধীনতা দিবসে, সোশ্যাল...

ফ্লপ অক্ষয় কুমারের রক্ষাবন্ধন

0
ভাইবোনের ভালোবাসাও বাঁচাতে পারল না অক্ষয় কুমারের রক্ষাবন্ধনকে। রাখি পূর্ণিমায় রিলিজ করেও বক্স অফিসে মুখ...