Sunday, September 24, 2023
Top Newsকোনও রাজ্যের জিএসটি বাবদ বকেয়া নেই : নির্মলা

কোনও রাজ্যের জিএসটি বাবদ বকেয়া নেই : নির্মলা

কোনও রাজ্যের জিএসটি বাবদ এক টাকাও বকেয়া নেই। নতুন সংসদ ভবনের রাজ্যসভায় এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
মঙ্গলবার থেকেই নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশন শুরু করেছেন সাংসদরা। আর প্রথম দিনেই অধিবেশনে রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে অভিযোগ করেছেন, একাধিক রাজ্যে জিএসটি সময় মতো দেওয়া হচ্ছে না। একশো দিনের কাজের টাকা সময়মতো দেওয়া হচ্ছে না। এসব করে ওই রাজ্যগুলিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে। এরপরেই মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেছেন, জিএসটি বাবদ টাকা রাজ্যগুলিকে সময়মতো দেওয়া হয় না বলে বিরোধী দলনেতা যে অভিযোগ করছেন, তা সম্পূর্ণ ভুল। তিনি টাকা ধার করেও, রাজ্যগুলির বকেয়া মিটিয়ে দিয়েছেন। অন্তত একমাস, দু’মাসের অগ্রিম টাকা দিয়ে দেওয়া হয়েছে। তিন দফায় অর্থমন্ত্রক অগ্রিম টাকা দিয়েছে। জিএসটি বাবদ কোনও রাজ্যের টাকা বকেয়া নেই। তিনি এই নিয়ে সম্পূর্ণ তথ্য পেশ করতে পারেন।তারপরেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় উভয় পক্ষকেই নিজেদের বক্তব্য রাজ্যসভায় জমা দেওয়ার জন্য বলেন।

More News

ইভিএম ছেড়ে ব্যলটে ফিরে যাওয়া উচিৎ: মণীশ তিওয়ারি

0
ইভিএমে কারচুপি করা সম্ভব। তাই নির্বাচনের জন্য ব্যালট পেপারে ফিরে যাওয়া উচিত। ভোটে কারচুপি রুখতে এই...

কেন মহিলা সংরক্ষণ বিলে নেই ওবিসি, প্রশ্ন রাহুলের 

0
কেন মহিলা সংরক্ষণ বিলের আওতায় আনা হল না ওবিসিদের। কেন্দ্রকে নিশানা করে এমনই প্রশ্ন তুলেছেন...

ভারত-চিন সীমান্ত আলোচনার সাহস আছে : রাজনাথ 

0
ভারত-চিন সীমান্ত নিয়ে আলোচনা করার মতো সাহস আছে তাঁর। লোকসভায় এভবেই কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে...