ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের যেসব এলাকায় অশান্তি ছড়িয়েছে সেসব মালদহের লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে।
তারপরেও দায় এড়াচ্ছে কংগ্রেস নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণে বাদ যায়নি কংগ্রেস। যেখানে গন্ডগোল হয়েছে সেখানে জিতেছে কংগ্রেস। তাঁর দাবি তৃণমূল কংগ্রেস অশান্তির পিছনে থাকলে দলের বিধায়কদের বাড়ি, পার্টি অফিসে ভাঙচুর হত না। তিনি বলেছেন জেতার সময় জিতবে আর হিংসা হলে রাস্তায় বেরিয়ে কন্ট্রোল করবে না এটা হয় নাকি।
তাঁর স্পষ্ট অভিযোগ এটা পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক অশান্তি। কিন্তু তিনি উস্কানিমূলক কথা বলতে আসেন নি। শান্তির বার্তা দিতে এসেছেন।