বার্সেলোনায় শিল্প সম্মেলনের আগে প্রবাসী ভারতীয় এবং বাঙালিদের সঙ্গে আলাপচারিতায় রাজ্যে শিল্পস্থাপনের আর্জি শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়েই কলকাতায় কলকাতায় বৈদ্যুতিক সরঞ্জামের কারখানা গড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন সতীশ রাই সিঙ্ঘানি নামে এক প্রবাসী ভারতীয়।মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, চিন, তাইওয়ানের মতো জায়গায় দেশের জিনিস তৈরি হয়। রফতানিও হয়।
তারা চান, ভারতের জিনিস দেশেও তৈরি হোক। কলকাতা কিংবা তার আশপাশে কোথাও তারা কারখানা তৈরি করতে চান। এই কথা শুনে মুখ্যমন্ত্রীও তাকে আমন্ত্রণ জানিয়েছেন।আলাপচারিতায় মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের পাট শিল্পে জোর দেওয়ার প্রস্তাব দিয়েছেন বার্সেলোনার প্রবাসী বাঙালি অরুন্ধতী রক্ষিত। যা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পাট শিল্পে কিছু সমস্যা রয়েছে ম্যানেজমেন্ট আর শ্রমিকদের মধ্যে। প্রায় সব শ্রমিকই বিহার থেকে আসেন। তবে পাটশিল্পকে গুরুত্ব দিতে সরকারও অনেক কিছু ভাবছে। মুখ্যমন্ত্রীর কাছে ভারতীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ নিয়েও জানতে চান একজন। তার জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পঞ্চায়েত স্তর থেকেই মহিলাদের অংশগ্রহণ অনেক বেড়েছে। সংরক্ষণও দেওয়া হচ্ছে যাতে মহিলারা রাজনীতিতে যোগ দিতে পারেন। তবে শুধু রাজনীতিই, সব ক্ষেত্রেই মহিলাদের অংশগ্রহণ বেড়েছে। সরকারও তাদের জন্য নানা রকম প্রকল্প গ্রহণ করেছে যেমন কন্যাশ্রী, শিক্ষাশ্রী। মহিলাদের জন্য আইসিডিএস প্রকল্প চালু রয়েছে।