Monday, September 25, 2023
আন্তর্জাতিক সংবাদবার্সেলোনায় ভারতের দূত মমতা

বার্সেলোনায় ভারতের দূত মমতা

বার্সেলোনায় প্রবাসী বাঙালি ও অবাঙালি ভারতীয়দের সামনে ইন্ডিয়ার দূত হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার বার করে তুলে ধরলেন ভারতের ধারণার কথা।

সর্বধর্ম সমন্বয়, বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা। ভাষার বৈচিত্রের কথাও। বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, দক্ষিণ ভারতের মানুষ তো হিন্দি বলতেই পারেন না। কিন্তু তবু তাঁরা কত স্মার্ট। আবার বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের ভাষার মধ্যে মিল রয়েছে। পশ্চিমবঙ্গেও এক এক জেলায়, এক এক রকম টানে মানুষ কথা বলেন। এই সবটা মিলিয়েই তো দেশ।তবে সরাসরি কোনও রাজনৈতিক কথা না বললেও তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন কী বলতে চান। মুখ্যমন্ত্রীর কথায়, তাঁর সঙ্গে মহারাষ্ট্রের রাজনীতির দুই নেতা শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের দীর্ঘ দিনের সুসম্পর্ক। ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মুম্বইতেই বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক বসেছিল। তবে অনুষ্ঠানের শুরুতেই এক শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেন। যা শুনে করতালিতে ফেটে পড়ে গোটা হল। হেসে ফেলেন মুখ্যমন্ত্রীও। তাৎপর্যপূর্ণ ভাবে, এই কথা শোনার পর পাশ থেকে রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক বলে ফেলেন, ছ’মাস আগেই বলে দিলেন। যদিও শিল্পী সঙ্গে সঙ্গেই নিজেকে শুধরে নিয়ে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেন।

More News

আবারও হাঁটুতে চোট, মুখ্যমন্ত্রীকে ১০ দিন বিশ্রামের পরামর্শ

0
স্পেন সফরে আবারও বাঁ হাঁটুতে চোট পাওয়ায় মুখ্যমন্ত্রীকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন এসএসকেএমের চিকিত্সকরা।...

এবার বিদেশ সফরে রাজ্যপাল, মঙ্গলবারই আমেরিকায় পাড়ি

0
মুখ্যমন্ত্রী ফিরতেই এবার বিদেশ সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই রাজ্যপালের সফরও...

স্পেন-দুবাই সফর সফল – মুখ্যমন্ত্রী

0
১২ দিনের স্পেন-দুবাই সফর যে সফল। কলকাতায় ফিরে সেকথাই শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাসও দিয়েছে...