দুবাইয়ের মাটিতে প্রবাসীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাপচারিতা অনুষ্ঠানে প্রথম হয়েছে রাজা সঙ্গীত।
রাজা দিবস ও রাজ্য সঙ্গীতের ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি, বাংলার জল গানটিকে রাজা সঙ্গীত হিসেবে ঠিক করা হয়েছিল বিধানসভায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই দুবাইতে বেজে উঠেছে সেই গানটি। শিল্পগোষ্ঠী দুপুর এজিকিউটিভ ডিরেক্টর এবং আমিরশাহির বৈদেশিক বাণিজ্য মন্ত্রীর সঙ্গে পৃথক ভাবে একান্ত বৈঠকের পরে প্রবাসীদের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের শেষেই গাওয়া হয়েছে, রাজ্য সঙ্গীত। শেষে পরিবেশিত হয়েছে জাতীয় সঙ্গীতও।